তিমির বনিক, মৌলভীবাজার থেকে:
মৌলভীবাজারের হাকালুকি হাওরে এবার দেখা গেছে বিশ্বব্যাপী বিপন্ন "বেয়ারের ভূতি হাঁস" এবং বাংলাদেশের বিরল প্রজাতির "বৈকাল তিলিহাঁস"।
বাংলাদেশ বার্ড ক্লাবের নেতৃত্বে ২৩ ও ২৪ জানুয়ারি হাকালুকি হাওরে পরিযায়ী জলচর পাখি জরিপ শুমারি সম্পন্ন হয়েছে। যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের (এফসিডিও) আর্থিক সহায়তায় কেয়ার বাংলাদেশের নবপল্লব প্রকল্পের আওতায় এই জরিপ পরিচালিত হয়। সহযোগিতা করে বাংলাদেশ বন অধিদপ্তর।
জরিপ দলে অংশ নেন পাখি বিশেষজ্ঞ ওমর শাহাদাত, ফাতুজো খালেক মিলা, সুলতান আহমেদ, মো. সাব্বির আহাম্মেদ, উজ্জ্বল দাস, আবু মুসা রাজু, মাহফুজ হিমেল এবং খোরশেদ আলম।
জরিপে হাওরের ৪৫টি বিলে মোট ৩৫,২৬৮টি পাখি পর্যবেক্ষণ করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য:
অন্যদিকে, পিয়াং হাঁস ৫৫৫২টি, উত্তুরে ল্যাঞ্জ্যা হাঁস ৪২৭২টি এবং এশিয়া শামুকখোল ৪২২৮টি দেখা গেছে।
জরিপ দলের প্রধান ওমর শাহাদাত বলেন, হাওরে পাখি শিকারের অসাধু পদ্ধতি এবং প্লাস্টিকের পরিত্যক্ত মাছ ধরার ফাঁদ সমস্যা সৃষ্টি করছে। জরিপ চলাকালীন কিছু বিল থেকে অবৈধ জাল ধরেও ধ্বংস করা হয়।
পরিযায়ী পাখির জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা গেলে ভবিষ্যতে আরো বেশি অতিথি পাখি হাকালুকি হাওরে আসবে বলে বিশেষজ্ঞরা আশাবাদী।
পরিযায়ী পাখিদের অবাধ বিচরণ নিশ্চিত করতে অবৈধ শিকার বন্ধ এবং জলাভূমি সংরক্ষণের কার্যকর উদ্যোগ নেওয়ার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত