তৌহিদুজ্জামান, ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি:
যশোরের ঝিকরগাছা উপজেলার কীর্তিপুর মোড়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ১ ব্যক্তি নিহত হয়েছেন এবং অপরজন গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার রাত ১০টার দিকে দ্রুতগতির একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই যশোর জেলা ছাত্রদলের সহ-ধর্ম বিষয়ক সম্পাদক সাকিব (২৭) মারা যান এবং তার সঙ্গী ফাহিম বিশ্বাস (২৬) গুরুতর আহত হন। আহত ফাহিমকে স্থানীয়রা উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠান।
ঝিকরগাছা নাভারণ হাইওয়ে থানার ইনচার্জ মোঃ রোকনুজ্জামান জানান, দুর্ঘটনায় সাকিবের মৃত্যুতে তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। যশোর জেলা ছাত্রদলের নেতাকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন এবং আহত ফাহিমের দ্রুত সুস্থতা কামনা করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গাড়িটি অত্যন্ত দ্রুতগতিতে চলছিল, যার ফলে এটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় এবং গাড়ির সামনের অংশ পুরোপুরি দুমড়ে-মুচড়ে যায়। পুলিশের প্রাথমিক ধারণা, অতিরিক্ত গতি দুর্ঘটনার অন্যতম কারণ হতে পারে। এই দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত কাজ চলছে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
চৌকস মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত