জাহিদ খান, কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রাম, বাংলাদেশ – কুড়িগ্রামের নাগেশ্বরীতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর নতুন কমিটি গঠিত হয়েছে। শুক্রবার (২৪ জানুয়ারি ২০২৫) বিকেলে এক বিশেষ সভার মাধ্যমে পুরোনো কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠন করা হয়।
নতুন কমিটিতে কে. এম. আবুল হাসান সভাপতি, আখতারুজ্জামান আব্বাসী সহ-সভাপতি এবং রেজাউল করিম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন।
প্রধান অতিথি ও বক্তারা :
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সাবেক কেন্দ্রীয় সভাপতি এডভোকেট হাসিবুর রহমান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শূরা সদস্য আলিম আল আসিফ। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মুহা. আশরাফুল ইসলাম।
আমন্ত্রিত অতিথি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ :
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য প্রার্থী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মুহা. হারিসুল বারী রনী। এছাড়া, বাংলাদেশ মুজাহিদ কমিটি ও জাতীয় ওলামা মাশায়েখ পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
উপস্থিত নেতৃবৃন্দ :
স্থানীয় শাখার নেতৃবৃন্দের মধ্যে মাওলানা মুহা. আজহারুল ইসলাম (সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, নাগেশ্বরী উপজেলা শাখা) এবং মাওলানা মুহা. রফিকুল ইসলাম (সাধারণ সম্পাদক, ইসলামী আন্দোলন বাংলাদেশ, নাগেশ্বরী উপজেলা শাখা) উল্লেখযোগ্য।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ :
অনুষ্ঠানে দেশবরেণ্য কলরব শিল্পী গোষ্ঠী এবং স্থানীয় ইসলামী সংগীতশিল্পীরা নাশিদ পরিবেশন করেন, যা দর্শকদের মুগ্ধ করে।
এই আয়োজনের মাধ্যমে স্থানীয় ইসলামী ছাত্র আন্দোলনের কার্যক্রমে নতুন উদ্দীপনা সৃষ্টি হবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত