হাবিব জিহাদি :
ময়মনসিংহ, বাংলাদেশ – ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের ঝালপাজা ডেওয়াতলী এলাকায় মরহুম আলহাজ্ব আঃ হেলিম মন্ডলের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সুফিয়া-হেলিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে এবং হবিরবাড়ী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধানে প্রায় আড়াই হাজার মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়। এ সময় পাঁচ শতাধিক শীতার্ত মানুষকে শীতবস্ত্রও বিতরণ করা হয়।
বিভিন্ন বিভাগের ফ্রি চিকিৎসা সেবা :
চিকিৎসা ক্যাম্পে ১২ জন বিশেষজ্ঞ ডাক্তার দিনব্যাপী চক্ষু, স্ত্রীরোগ, প্রসূতি, মেডিসিন, নিউরো মেডিসিন, দন্ত, চর্ম ও যৌনরোগসহ বিভিন্ন বিভাগের রোগীদের ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেন।
স্মরণীয় উদ্যোগ:
হবিরবাড়ী জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক এবি সিদ্দিক সোহেল এবং বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এডিশনাল এসপি) আবু সুফিয়ান সোহাগ জানান, তাদের প্রয়াত বাবার স্মরণে প্রতি বছর এ ধরনের আয়োজন করা হয় এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
স্থানীয় নেতাদের উপস্থিতি:
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব শহিদুল ইসলাম, জেলা যুবদলের সহ-সম্পাদক আবু সাঈদ জুয়েল, ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুস সালাম, মোস্তফা কামাল এবং অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।
এ আয়োজনে স্থানীয়ভাবে ব্যাপক সাড়া ফেলে এবং সুবিধাভোগীরা এমন উদ্যোগের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
চৌকস মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত