কামরুজ্জামান মোল্লা,শেরপুর প্রতিনিধি:
শেরপুরে "এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" স্লোগানে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে কারাতে প্রতিযোগিতা ও শো অনুষ্ঠিত হয়েছে। শহীদ দায়োগ আলী পৌর পার্ক মাঠে বিকেল ৩টায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ জাহিদ হাসান প্রিন্স।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশ নেন শেরপুরের পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার ধীরেন্দ্র চন্দ্র সরকার।
উদ্বোধনী খেলায় অংশ নেয় শেরপুর কারাতে গ্রুপ-এ এবং গ্রুপ-বি। প্রধান অতিথি তার বক্তব্যে কারাতে শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, "আত্মরক্ষার জন্য কারাতে একটি গুরুত্বপূর্ণ কৌশল। এটি শরীর চর্চার পাশাপাশি মানসিক সতেজতাও বজায় রাখে। তরুণ প্রজন্মের জন্য এটি অপরিহার্য।"
বিজয়ীদের মধ্যে গ্রুপ-বি থেকে বর্ষা প্রথম এবং মৌউ দ্বিতীয় স্থান অর্জন করে। খেলাটি পরিচালনা করেন মো. আলমগীর হোসেন, আর উপস্থাপনার দায়িত্বে ছিলেন শেরপুর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষিকা ইশরাত সুলতানা।
এই আয়োজন তরুণদের মধ্যে ক্রীড়াপ্রেম ও আত্মরক্ষার প্রতি আগ্রহ বাড়াতে ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
চৌকস মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত