নোয়াখালী প্রতিনিধি :
নোয়াখালীর বাজারে শীতকালীন সবজির সরবরাহ বাড়ানোর ফলে এক সপ্তাহের ব্যবধানে কমে গেছে সব ধরনের সবজির দাম। দাম কমার কারণে বাজারে ক্রেতাদের মধ্যে স্বস্তি দেখা গেছে, তারা এখন কম দামে প্রয়োজনীয় সবজি কিনতে পারছেন।
বাজারে কম দামে শীতকালীন সবজি :
শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে নোয়াখালীর বৃহত্তম বাজার পৌরবাজারে সরেজমিনে গিয়ে দেখা গেছে, শিমের দাম কেজিতে ১০ টাকা কমে ৩০ টাকায়, ফুলকপি ২০ থেকে ৩০ টাকা, বাঁধা কপি ৩০ টাকা, এবং লাউ আকারভেদে ২০ থেকে ৩০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া, পাকা টমেটো কেজিতে ১০ টাকা কমে ৩০ টাকা, গাজর ৪০ থেকে ৪৫ টাকা, মুলা ১৫ টাকা, খিরা ৩০ টাকা এবং শসা ২০ টাকায় বিক্রি হচ্ছে। নতুন আলু ৫ টাকা কমে ২৫ টাকায় পাওয়া যাচ্ছে।
ক্রেতাদের মধ্যে স্বস্তি :
বাজারে কম দামে সবজি কিনে খুশি ক্রেতারা। মাইজদী হাউজিং আবাসিক এলাকা থেকে বাজার করতে আসা আকবর হোসেন সোহাগ বলেন, "প্রতিবছর শীতকালে সবজির দাম তুলনামূলকভাবে বেশি থাকতো, তবে এবছর কম দামে সবজি কিনতে পেরে ভালো লাগছে।"
অপর ক্রেতা আবদুস সাত্তার বলেন, "গত বছর বন্যার কারণে আমরা আশঙ্কা করছিলাম, এবছর দাম বাড়তে পারে, কিন্তু এবার সবজি উৎপাদন বেশি হওয়ায় দাম কমেছে।"
সাধারণ ধারণা:
বাজারে উপস্থিত ব্যবসায়ীরা জানিয়েছেন, শীতকালীন সবজির সরবরাহ বাড়ছে এবং আগামী সপ্তাহে দাম আরও কমে আসতে পারে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত