মোতালেব হোসেন :
বড়াইগ্রাম, নাটোর – নাটোরের বড়াইগ্রামে শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ফলে এক ব্যক্তি নিহত এবং অন্তত ১০ জন বাসযাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটে সকালে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের আইড়মারি ব্রিজ এলাকায়, যখন সিরাজগঞ্জ থেকে নাটোরগামী একটি মালবাহী ট্রাক বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়।
দুর্ঘটনায় নিহত ও আহতদের অবস্থা :
দুর্ঘটনার পর উল্টে যায় দুটি ট্রাক, যার ফলে দ্রুতগতিতে আসা একটি বাসও নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ট্রাকের যাত্রী শাহীন আলম ঘটনাস্থলেই নিহত হন, এবং বাসের অন্তত ১০ যাত্রী আহত হন। আহতদের মধ্যে বেশ কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
নিহত শাহীন আলম সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার সেনগাতি গ্রামের আলতাফ আলীর ছেলে। দুর্ঘটনার খবর পেয়ে বনপাড়া হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং একটি মামলা দায়ের করে।
পুলিশ তদন্তে নেমেছে :
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, পুলিশ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে এবং তদন্তের পর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
চৌকস মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত