নওগাঁ প্রতিনিধি :
নওগাঁর পোরশায় বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদলের দ্বি-বার্ষিক সম্মেলন। সম্মেলনে সভাপতিত্ব করেন শ্রমিক দলের আহবায়ক মাহবুব জামান, এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি শাহ্ আহাম্মেদ মোজাম্মেল চৌধুরী।
সম্মেলনে বক্তৃতা ও আলোচনা :
এছাড়া, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা শ্রমিক দলের সভাপতি এএম জিল্লুর রহমান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক ফারুক হোসেন। সম্মেলনে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মোদাচ্ছের রহমান, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন বাবু, বশির শাহ্, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমানসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।
নতুন কমিটি গঠন :
সম্মেলনের শেষে ৭১ সদস্য বিশিষ্ট নতুন উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের কমিটি ঘোষণা করা হয়। মাহবুব জামানকে সভাপতি এবং আজিমুদ্দীনকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি গঠন করা হয়েছে।
শ্রমিকদের অধিকার ও কল্যাণ :
সম্মেলনে অংশগ্রহণকারীরা শ্রমিকদের অধিকার ও সামাজিক ন্যায়বিচারের পক্ষে সোচ্চার হওয়ার দৃঢ় সংকল্প ব্যক্ত করেছেন। নেতারা তাদের বক্তব্যে শ্রমিকদের কল্যাণে আরও কার্যকর উদ্যোগ গ্রহণের প্রতিশ্রুতি দেন।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
চৌকস মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত