জাহিদ :
বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক) ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসান (বরখাস্ত) ও তাঁর স্ত্রী নুসরাত জাহানের বিরুদ্ধে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার, অনিয়ম, দুর্নীতি এবং ঘুষ গ্রহণের মাধ্যমে প্রায় ৪০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে। গতকাল বৃহস্পতিবার এ মামলা দায়ের করা হয়।
দুদকের অনুসন্ধানে জানা গেছে, তাদের নিজ ও স্বার্থসংশ্লিষ্ট ১২টি ব্যাংক হিসাবে প্রায় ৩৪২ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন হয়েছে। এছাড়া, জিয়াউল আহসান অ্যান্টিগা অ্যান্ড বারবুডার নাগরিকত্ব গ্রহণ করে বিপুল অর্থ অবৈধভাবে বিনিয়োগ করেছেন এবং তিনি দুবাই, মালয়েশিয়া ও যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণ টাকা পাচার করেছেন।
দুদক জানায়, জিয়াউল আহসান প্রায় ২২ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন এবং তার স্ত্রীর নামে ১৮ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ রয়েছে। তাদের বিভিন্ন প্রতিষ্ঠানে বিপুল পরিমাণ অর্থের অস্বাভাবিক লেনদেন হয়েছে এবং তারা বিদেশে বিপুল পরিমাণ সম্পদও অর্জন করেছেন।
জিয়াউল আহসানকে গত ১৬ আগস্ট গ্রেপ্তার করা হয় এবং বর্তমানে তিনি কারাগারে আছেন। দুদক এ বিষয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়ার কাজ করছে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত