গাজীপুরে রেলক্রসিংয়ে ট্রেনের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, দুই নিহত

প্রকাশিত: ১১:৪১ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২৫

গাজীপুরে রেলক্রসিংয়ে ট্রেনের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, দুই নিহত

গাজীপুর প্রতিনিধি : 

গাজীপুরে ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের আমবাগ খোলাপাড়া এলাকায় ঢাকা-রাজশাহী রেললাইনের রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন গাজীপুরের কোনাবাড়ী থানার হরিনাচালা হাউজিং এলাকার বাসিন্দা হাফিজুর রহমান রিপন (৪৫) এবং মাহমুদুল হাসান চঞ্চল (৩৮)। হাফিজুর একটি ঝুট ব্যবসায়ী এবং মাহমুদুল একটি হাসপাতালের দেখাশোনা করতেন।

 

পুলিশ জানায়, নিহতরা মোটরসাইকেলে করে কালিয়াকৈর উপজেলার সাকাশ্বর এলাকায় যাচ্ছিলেন। রেলক্রসিং অতিক্রম করার সময় তাদের মোটরসাইকেলটি ঢাকাগামী একটি ট্রেনের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

 

পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে, তবে ময়নাতদন্ত ছাড়াই তাদের লাশ দেয়া হয়েছে।