
মায়ের স্বর্ণালংকার হাতিয়ে নিতে ব্লেড দিয়ে হ#ত্যা#র দায়ে কিশোরীকে ১০ বছরের আটকাদেশ
নাটোর প্রতিনিধি :
নাটোরের গুরুদাসপুর উপজেলায় মায়ের স্বর্ণালংকার হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে ব্লেড দিয়ে হত্যার দায়ে এক কিশোরীকে ১০ বছরের আটকাদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকালে নাটোর শিশু আদালতের বিচারক মুহাম্মদ আবদুর রহিম এই আদেশ দেন। তবে বর্তমানে কিশোরী পলাতক রয়েছে।
হত্যার ঘটনা :
২০২১ সালের ২২ মার্চ নাটোরের গুরুদাসপুর উপজেলার নাড়িবাড়ী উত্তরপাড়ায় নজরুল ইসলামের বাড়িতে মায়ের লাশ উদ্ধার করা হয়। নিহত সেলিনা খাতুনের ছোট মেয়ে ববি খাতুনের বিরুদ্ধে হত্যার অভিযোগ ওঠে। মামলার সূত্রে জানা যায়, মায়ের কাছ থেকে স্বর্ণালংকার হাতিয়ে নেওয়ার জন্য ববি খাতুন ব্লেড দিয়ে তাকে হত্যা করেছে।
আদালতের আদেশ :
পুলিশের তদন্তে সেলিনা খাতুনের ছোট মেয়ে ববি হত্যার দায় স্বীকার করেছে। ২০২১ সালের ২০ আগস্ট পুলিশ অভিযোগপত্র দাখিল করে। আদালত তার জবানবন্দি এবং সাক্ষ্য গ্রহণের পর তাকে ১০ বছরের আটকাদেশ দিয়েছেন।
পলাতক আসামি :
অপরাধী ববি খাতুন জামিন পাওয়ার পরেও আদালতে হাজিরা দেননি এবং বর্তমানে তিনি পলাতক। আদালত তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেছে, এবং গ্রেফতার হলেই তার সাজা কার্যকর হবে।
আইনজীবীর বক্তব্য :
রাষ্ট্রপক্ষের আইনজীবী রাশেদা খাতুন বলেন, “আসামি পলাতক থাকলেও তার বিরুদ্ধে অভিযোগের যথেষ্ট প্রমাণ রয়েছে, এবং আদালত সবকিছু বিবেচনা করে সর্বোচ্চ সাজা দিয়েছেন।”
এছাড়া, সরকারি কৌঁসুলি দিনাই তাছরীন জানান, “আসামির জবানবন্দি ও সাক্ষীদের সাক্ষ্য বিবেচনা করে আদালত তাকে ১০ বছরের আটকাদেশ দিয়েছেন।”