বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ শুক্রবার রাতে লন্ডনের হাসপাতাল থেকে বাসায় ফিরতে পারেন, জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেন।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাতে লন্ডনের দ্য লন্ডন ক্লিনিক হাসপাতালের সামনে সাংবাদিকদের ব্রিফিংকালে ডা. জাহিদ বলেন, “আজ (শুক্রবার) যদি সব রিপোর্ট ঠিক থাকে, তবে খালেদা জিয়াকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হতে পারে। তার পরবর্তীতে বাসায় নিয়মিত চিকিৎসা চলবে।”
খালেদা জিয়ার চিকিৎসা পরিস্থিতি :
ডা. জাহিদ আরও জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে অনেকটা উন্নত। গত ১৭ দিনে বেশ কিছু পরীক্ষা করা হয়েছে, তবে কয়েকটি রিপোর্ট এখনও আসেনি। কিছু পরীক্ষা বিদেশে করাতে হয়েছে, যা পরবর্তী সময়ে করা হবে।
লিভার ট্রান্সপ্লান্ট নিয়ে সিদ্ধান্তে পৌঁছানো হয়নি :
ডা. জাহিদ বলেন, “খালেদা জিয়ার লিভার ট্রান্সপ্লান্ট বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, কারণ তার বয়স এবং পূর্বের চিকিৎসার বিষয়টি বিবেচনায় রাখতে হবে।” তিনি আরও বলেন, “যদি আগে এই চিকিৎসা শুরু করা হতো, তবে তার সুস্থতা আরও দ্রুত হতে পারত।”
চিকিৎসকদের একমত :
খালেদা জিয়ার চিকিৎসা চলমান থাকবে এবং ওষুধের মাধ্যমে তার চিকিৎসা অব্যাহত থাকবে, বলে জানিয়েছেন সব চিকিৎসক।
এ সময় উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এমএ মালেক এবং সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
চৌকস মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত