স্টাফ রিপোর্টার :
চট্টগ্রামের প্যারেড ময়দানে ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২৭ থেকে ৩১ জানুয়ারি পাঁচ দিনব্যাপী এ মাহফিল হবে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) স্বেচ্ছাসেবক সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান।
জামায়াত নেতার বক্তব্য :
মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেন, “বিগত ১৬ বছরে ফ্যাসিবাদী শক্তি কোরআনের আওয়াজকে স্তব্ধ করার চেষ্টা করেছিল। কিন্তু এখন কোরআনের আলো জেগে উঠেছে। ইসলামের বিজয়ের মাধ্যমে শহীদদের রক্তের বদলা নেওয়া হবে, ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, “এ মাহফিল কোরআন প্রেমিকদের সৃষ্টি করবে এবং ইসলামী আন্দোলনকে ত্বরান্বিত করবে। বীর চট্টলা আবার আল-কোরআনের আলোয় আলোকিত হবে।”
অন্যান্য নেতাদের বক্তব্য :
সম্মেলনে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমির শাহজাহান চৌধুরী। তিনি মাহফিল সফল করার জন্য সবার সহযোগিতা কামনা করেন।
ইসলামী সমাজকল্যাণ পরিষদের সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ তাহের বলেন, “দীর্ঘ ১৭ বছর পর প্যারেড ময়দানে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। এটি সুশৃঙ্খলভাবে শেষ করার জন্য সবাইকে একযোগে কাজ করতে হবে।”
সম্মেলনের আয়োজন :
চট্টগ্রাম মহানগরী জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিনের সঞ্চালনায় সম্মেলনে আরও বক্তব্য রাখেন:
অধ্যক্ষ মুহাম্মদ তাহের
মুহাম্মদ নজরুল ইসলাম (নগর জামায়াতের নায়েবে আমির)
অ্যাডভোকেট সৈয়দ আনোয়ার হোসেন
শ্রমিক কল্যাণ ফেডারেশনের নগর সভাপতি এস এম লুৎফুর রহমান
ছাত্রশিবিরের নগর উত্তর ও দক্ষিণের সভাপতি তানজীর হোসেন জুয়েল এবং মুহাম্মদ ইব্রাহিম রনি।
আয়োজনের গুরুত্ব :
মাহফিলে উপস্থিত নেতারা বলেন, এটি শুধু ধর্মীয় নয়, ইসলামী আন্দোলনের জন্যও গুরুত্বপূর্ণ একটি আয়োজন। এ আয়োজন সফল করতে স্বেচ্ছাসেবকদের যথাযথ ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তি।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
চৌকস মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত