মাগুরায় থ্রি-হুইলারের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত দৈনিক চৌকস দৈনিক চৌকস প্রকাশিত: ১০:২৫ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২৫ মাগুরা প্রতিনিধি : মাগুরার সদর উপজেলায় শ্যালো ইঞ্জিনচালিত থ্রি-হুইলারের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরেকজন। দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার কুল্লিয়া বাজার এলাকায়। নিহত যুবকের নাম জিৎ ঘোষ (২৩)। তিনি একই উপজেলার কুচিয়ামোড়া গ্রামের অনুজ ঘোষের ছেলে। আহত বর্ষণ রায় (২৪) একই গ্রামের বিপুল কুমার রায়ের ছেলে। কীভাবে দুর্ঘটনা ঘটে স্থানীয়রা জানান, ইটবোঝাই একটি থ্রি-হুইলার বুনাগাতি যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হন। চিকিৎসার তথ্য আহতদের উদ্ধার করে স্থানীয়রা মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক জিৎ ঘোষকে মৃত ঘোষণা করেন। আহত বর্ষণ রায়কে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশের বক্তব্য মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আয়ুব আলী বলেন, “লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।” দুর্ঘটনার বিষয়ে আরও তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। SHARES প্রচ্ছদ বিষয়: