পুনর্গঠনে অন্তর্বর্তী সরকারকে বিশ্বব্যাংকের পাশে থাকার আশ্বাস

প্রকাশিত: ৯:২১ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২৫

বিশ্বব্যাংকের সমর্থন পুনর্ব্যক্ত, দাভোসে আন্না বিয়ার্দের সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার :

বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আন্না বিয়ার্দে বাংলাদেশের পুনর্গঠনে অন্তর্বর্তী সরকারের প্রতি বৈশ্বিক ঋণদাতা প্রতিষ্ঠানটির সমর্থন পুনর্ব্যক্ত করেছেন।

 

বৃহস্পতিবার  সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনের ফাঁকে তিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন। বৈঠকের সময় তিনি বাংলাদেশকে বিশ্বব্যাংকের অব্যাহত সমর্থনের প্রতিশ্রুতি দেন।

 

বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বলেন, “আমি আমাদের সমর্থন প্রকাশ করতে চাই। যেকোনো সহায়তার জন্য আপনারা আমাদের ওপর নির্ভর করতে পারেন।”

 

তিনি আরও জানান, ব্যাংকটি এ বছরের দ্বিতীয়ার্ধে বাংলাদেশের প্রতি তাদের সমর্থন আরও বিস্তৃত করার পরিকল্পনা করছে।

 

বৈঠকে দেশের অর্থনৈতিক পরিস্থিতি, অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচি এবং জুলাই বিপ্লবের প্রভাব নিয়ে আলোচনা হয়।

 

এ বৈঠকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি তারেক আরিফুল ইসলামও উপস্থিত ছিলেন।

 

বিশ্বব্যাংকের এই প্রতিশ্রুতি বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টায় নতুন গতিবেগ সঞ্চার করবে বলে মনে করা হচ্ছে।