তিমির বণিক, মৌলভীবাজার :
বাংলাদেশের তরুণদের প্রতিভা বিকাশ ও সৃজনশীলতায় অনুপ্রাণিত করতে মৌলভীবাজারে উদযাপিত হলো ‘তারুণ্যের উৎসব-২০২৫’। এ উপলক্ষ্যে আয়োজিত আন্তঃস্কুল ও আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সরকারি উচ্চ বিদ্যালয়ের এম সাইফুর রহমান অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি :
প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন। সভাপতিত্ব করেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. খালেদুজ্জামান।
উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা মো. ফজলুর রহমান, শিশু বিষয়ক কর্মকর্তা মো. জসিম উদ্দিন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক এবং শিক্ষার্থীরা।
সেরা দুই প্রতিষ্ঠান :
অনুষ্ঠানে আন্তঃস্কুল বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বড়লেখার “রোকেয়া খাতুন লাইসিয়াম স্কুল”। অপরদিকে আন্তঃকলেজ বিভাগে প্রথম স্থান অর্জন করেছে কমলগঞ্জের “বাংলাদেশ বিমান বাহিনী শাহীন কলেজ, শমশেরনগর।”
বিচারকদের মতে, শিক্ষার্থীদের সৃজনশীল উপস্থাপনা এবং যুক্তি প্রদর্শনের মান ছিল প্রশংসনীয়।
বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতার প্রস্তুতি :
উল্লেখ্য, এই দুই প্রতিষ্ঠান আগামী ২৫ এবং ৩০ জানুয়ারি বিভাগীয় পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পেয়েছে।
এই আয়োজনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ দেখা গেছে। আয়োজকরা বিশ্বাস করেন, এ ধরনের প্রতিযোগিতা তরুণদের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
চৌকস মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত