রংপুরে শুরু হচ্ছে ৮ দিনব্যাপী নাট্যোৎসব দৈনিক চৌকস দৈনিক চৌকস প্রকাশিত: ১২:৩৬ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২৫ রংপুরে শুরু হচ্ছে ৮ দিনব্যাপী নাট্যোৎসব নিজস্ব প্রতিনিধি : “বিনোদনের জন্য নাটক, সমতার প্রয়োজনে নাটক” শ্লোগানে আয়োজিত উৎসব রংপুর পদাতিক ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির যৌথ উদ্যোগে ৮ দিনব্যাপী নাট্যোৎসব শুরু হতে যাচ্ছে। আগামীকাল (২৪ জানুয়ারি) থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত এই উৎসব চলবে। উৎসবের প্রস্তুতি ও বিস্তারিত জানাতে মঙ্গলবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় রংপুর সাহিত্য পরিষদ হলরুমে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য দেন বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা দীপংকর দীপন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর পদাতিকের সভাপতি বিজয় প্রসাদ তপু, সাধারণ সম্পাদক নাসির উদ্দীন সুমন, উপদেষ্টা অ্যাডভোকেট পলাশ কান্তি নাগ, এবং সদস্য অ্যাডভোকেট রিয়াজুল আবেদীন লিটন। দেশের সেরা নাটকগুলো মঞ্চস্থ হবে সংবাদ সম্মেলনে জানানো হয়, উৎসবে ঢাকাসহ দেশের সেরা ৮টি নাট্যদল তাদের সেরা নাটক পরিবেশন করবে। নাটকগুলোতে বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য এবং বাঙালির সংগ্রামের গল্প তুলে ধরা হবে। নাটক মঞ্চস্থ হবে প্রতিদিন সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে, দর্শনীয় বিনিময়ে। আয়োজকরা আশা করছেন, এ উৎসব রংপুরের সংস্কৃতিচর্চায় নতুন প্রাণ সঞ্চার করবে। SHARES সারা বাংলা বিষয়: