আরিফ হাসান গজনবী, রামপাল, বাগেরহাট:
রামপাল উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ডাকরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে গত ২৩ জানুয়ারি (বৃহস্পতিবার) সকাল ১০টায় 'তারুণ্যের উৎসব' অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মাসব্যাপি কর্মসূচির আওতায় এই মেলার আয়োজন করা হয়।
এদিন বিদ্যালয় মাঠে শিক্ষার্থীরা বিভিন্ন স্টলে শীতকালীন খাবারের পসরা সাজিয়ে বসে। এই খাবারের মধ্যে ছিল পিঠা, ফুসকা ও ঘরে তৈরি অন্যান্য মুখরোচক খাবার। মেলায় বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রী অংশগ্রহণ করে এবং তাদের শ্রেণী শিক্ষকদের সার্বিক তত্ত্বাবধানে মেলা পরিচালিত হয়। মেলায় শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী এবং এলাকার দর্শনার্থীরা অংশগ্রহণ করেন।
বিদ্যালয়ের শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশে মেলার আনন্দ উপভোগ করেন। এ ধরনের উৎসব শিক্ষার্থীদের সামাজিকতা এবং সৃজনশীলতাকে আরও উজ্জীবিত করে, যা তাদের শিক্ষা জীবনে ইতিবাচক প্রভাব ফেলে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
চৌকস মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত