কালীগঞ্জে গরিব অসহায়দের মাঝে বিএনপির শীতবস্ত্র বিতরণ দৈনিক চৌকস দৈনিক চৌকস প্রকাশিত: ৬:৪৪ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২৫ কালীগঞ্জে গরিব অসহায়দের মাঝে বিএনপির শীতবস্ত্র বিতরণ মোহাম্মদ আলমগীর : গাজীপুর, ২৩ জানুয়ারি: গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় বিএনপির উদ্যোগে ৫০০ গরিব ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এবং সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম ফজলুল হক মিলনের তত্ত্বাবধানে এ কার্যক্রম পরিচালিত হয়। বুধবার (২২ জানুয়ারি) বিকেলে তুমলিয়া ইউনিয়নের বোয়ালী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. হুমায়ুন কবির মাষ্টার। ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ মো. সিরাজ উদ্দিন এর সভাপতিত্বে এ আয়োজনে বিশেষ অতিথি হিসেবে গাজীপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. খায়রুল আহসান মিন্টু, উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক মো. আব্দুল বাছেদ বাচ্চু, কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস মো. সাদেকুর রহমান কমল সহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন আহমেদ এর সঞ্চালনায়, শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে অংশগ্রহণকারীরা জানান, এই উদ্যোগ তাদের শীতকালীন কষ্ট কিছুটা কমাবে এবং অভাবী মানুষের পাশে দাঁড়ানোয় তারা সন্তুষ্ট। SHARES সারাদেশ বিষয়: