হাবিব জিহাদী :
ময়মনসিংহের ভালুকায় তারুণ্যের পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের সোনার বাংলা স্কুল এন্ড কলেজ মাঠে ২৩ জানুয়ারি (বৃহস্পতিবার) সকালে এই উৎসব শুরু হয়। উৎসবটির স্লোগান ছিল "নতুন ধানে নতুন প্রাণে চলো মাতি পিঠার উৎসবে।"
এতে অংশগ্রহণ করেন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা। পিঠা উৎসবে শিক্ষার্থীরা বিভিন্ন স্টলে শীতকালীন পিঠা সাজিয়ে রাখেন, যেগুলোর মধ্যে ছিল সুজি পিঠা, চিতই পিঠা, নকশি পিঠা, দুধ চিতই পিঠা, পুলি পিঠা, পাটিসাপটা পিঠা, সেমাই পিঠা, ভাপা পিঠা সহ নানা ধরনের পিঠা। উৎসবে আগত মানুষরা পিঠাগুলি উপভোগ করেন এবং উৎসবে অংশ নেন।
সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি আবু সাঈদ জুয়েল। তিনি শিক্ষার্থীদের উৎসাহিত করার পাশাপাশি তাদের সৃজনশীলতাকে স্বীকৃতি দেন। আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি আহ্বায়ক আলহাজ্ব মোর্শেদ আলম, জেলা যুবদল নেতা আতিকুল ইসলাম, অত্র স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নুরুল ইসলাম মানিক, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শরীফ হাসানসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
এই উৎসবটি স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক আগ্রহ ও আনন্দ সৃষ্টি করেছে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
চৌকস মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত