তিমির বনিক :
মৌলভীবাজারে এম সাইফুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি.কে গউছ। তিনি বলেন, "এই ফুটবল টুর্নামেন্ট যে মহান ব্যক্তির নামে আয়োজিত, তিনি শুধু দেশের অর্থনীতির চাকা সচল করতে সহায়তা করেননি, আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্ট আয়োজনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।" গউছ আরও জানান, তিনি সবসময় বিশ্বাস করতেন, অর্থনীতি এবং যুবসমাজই দেশের উন্নতির মূল শক্তি।
তিনি টুর্নামেন্টের সফলতা কামনা করে বলেন, "ভবিষ্যতে এই টুর্নামেন্ট আরও বড় পরিসরে আয়োজন করা হবে এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উদ্বোধন করবেন।" এছাড়া, এই আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান তিনি এবং ভবিষ্যতেও এর ধারাবাহিকতা অব্যাহত রাখার আহ্বান জানান।
বিশেষ অতিথি :
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এম সাইফুর রহমানের জ্যেষ্ঠ পুত্র সাবেক সাংসদ এম নাসের রহমান। সায়েম রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন, টুর্নামেন্টের উদ্যোক্তা এম সাইফুর রহমানের নাতি, তরুণ ক্রীড়া সংগঠক ও ব্যবসায়ী এম সাফির রহমান, নাতনী আমিরা রহমান, যুক্তরাজ্য প্রবাসী মিফতাউল ওয়াহেদ মুফতি এবং টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক মঞ্জু হক।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন:
এম সাইফুর রহমানের পুত্র বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এম শফিউর রহমান বাবু, চাচা ভাই অস্ট্রেলিয়া প্রবাসী ফয়ছল আহমদ, সুজনের জেলা সভাপতি ডা: ছাদিক আহমদ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব এম এ মুকিত, এবং আরও অনেক স্থানীয় নেতৃবৃন্দ।
উদ্বোধনী দিনে শহীদ আবু সাঈদ গ্রুপের মধ্যে রাজনগর যাদুরগুল ফুটবল একাডেমী বনাম হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ফুটবল একাডেমির খেলা অনুষ্ঠিত হয়। খেলায় রাজনগর যাদুরগুল ফুটবল একাডেমী ১-০ গোলে জয়ী হয়। এই টুর্নামেন্টে বিভিন্ন জেলা থেকে মোট ১৬টি দল অংশগ্রহণ করছে।
টুর্নামেন্টের সূচি:
এই টুর্নামেন্টের পরবর্তী খেলা ২৪ জুলাই-আগস্টে বীর শহীদদের নামে পৃথক আটটি গ্রুপে অনুষ্ঠিত হবে। প্রতিদিন বিকেল সাড়ে ৩টায় মৌলভীবাজারের বাহারমর্দান মাঠে খেলা হবে। আগামী ৫ ও ৬ ফেব্রুয়ারি সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে এবং ফাইনাল খেলার তারিখ পরে জানানো হবে।
এটি বিবিসির মতো একটি পেশাদারী সংবাদ প্রতিবেদনের শৈলীতে সাজানো হয়েছে, যাতে তথ্য পরিষ্কারভাবে এবং সুশৃঙ্খলভাবে উপস্থাপন করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
চৌকস মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত