মিজানুর রহমান :
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির অন্তর্ভুক্ত তারেক জিয়া প্রজন্ম দলের ২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে।
স্থানীয় নলকুড়া বাজারের নিজস্ব কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় এই কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৩ নম্বর নলকুড়া ইউনিয়নের তারেক জিয়া প্রজন্ম দলের আহ্বায়ক মাঈনুল ইসলাম মনির এবং সচিব আয়নাল হক। এছাড়া ওয়ার্ড সভাপতি গোলাম মোস্তফা ও ইউপি সদস্য গোলাম কিবরিয়াসহ স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।
সভাপতির বক্তব্য:
৫ নম্বর ওয়ার্ডের সভাপতি গোলাম মোস্তফা বলেন, “আমরা দীর্ঘ ১৫ বছর ধরে আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতন্ত্র রক্ষার আন্দোলন করছি। আওয়ামী শাসনামলে আমাদের স্বাধীনভাবে কথা বলার অধিকারও ছিল না। আমাদের মিথ্যা মামলায় হয়রানি করা হয়েছে।”
তিনি আরও বলেন, “তারেক রহমানের নির্দেশে গ্রাম পর্যায়ে শক্তিশালী কমিটি গঠন করতে হবে। কমিটিতে যেন কোনো আওয়ামী লীগের দোসর না থাকে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। আগামী নির্বাচনে জয় আমাদের হবে ইনশাআল্লাহ।”
নবগঠিত কমিটি :
ঘোষিত কমিটিতে মো. আল আমিনকে সভাপতি এবং মো. আজাদুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়েছে। কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ সদস্যরা হলেন:
সিনিয়র সহ-সভাপতি: মো. রবিউল ইসলাম
সহ-সভাপতি: মো. শাহিন মিয়া, মো. সাইদুল জামান
সাংগঠনিক সম্পাদক: মো. ইব্রাহিম
অর্থ সম্পাদক: মো. মনোয়ার হোসেন, মো. মেহেদি হাসান
প্রচার সম্পাদক: মো. মোস্তাফিজুর রহমান
দপ্তর সম্পাদক: মো. আদম আলী
তথ্য সম্পাদক: মো. মোবারক হোসেন সানী
এছাড়া আরও ১১ জনকে সাধারণ সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন যে, নবগঠিত এই কমিটি তৃণমূল পর্যায়ে দলকে শক্তিশালী করবে এবং গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত