শরিফুল ইসলাম:
ফরিদপুরের শিবরামপুরে দীর্ঘদিন অচল থাকা পুলিশ বক্স পুনর্নির্মাণ ও সংস্কারের পর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। কোতোয়ালি থানার উদ্যোগে ২১ জানুয়ারি একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে এই পুলিশ বক্সের কার্যক্রম শুরু হয়।
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মো. আসাদুজ্জামান পুলিশ বক্সটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী ব্যক্তিরা :
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাচ্চর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন মৌলভী, জেলা বিএনপির আহ্বায়ক নুরুজ্জামান চৌধুরী পংকজ, মাচ্চর ইউপি ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাহান মুন্সী, এবং কোতোয়ালি থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইমন বিশ্বাস বাবুসহ আরও অনেকে।
নতুন আশা ও নিরাপত্তা ব্যবস্থা :
স্থানীয় বাসিন্দারা মনে করছেন, পুনর্নির্মিত এই পুলিশ বক্সটি এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাঁচ মাস অচলাবস্থার পর এখানে নিয়মিত পুলিশি টহল শুরু হওয়ায় বাসিন্দাদের মধ্যে নিরাপত্তা এবং শান্তির অনুভূতি তৈরি হয়েছে।
পুলিশ বক্সটির পুনঃসংস্কার এলাকাবাসীর জন্য নতুন করে আশার সঞ্চার করেছে। তারা বিশ্বাস করেন, এটি অপরাধ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করবে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
চৌকস মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত