জাহিদ খান :
কুড়িগ্রামের কচাকাটা থানার বলদিয়া ইউনিয়নের তালতলা বেইলি ব্রিজের নিচে দুই নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে স্থানীয়রা গোসল করতে গিয়ে মরদেহ দুটি দেখতে পান।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে পানিতে পলিথিনে মোড়ানো একটি নবজাতকের মরদেহ ভাসতে দেখা যায়। এরপর কিছুক্ষণ পর পানির কাছাকাছি শুকনো স্থানে আরেকটি নবজাতকের মরদেহ পাওয়া যায়।
ঘটনাস্থলে শত শত মানুষ :
খবরটি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে শত শত মানুষ ভিড় জমায়। পরে স্থানীয় ইউপি সদস্য সিদ্দিক আলী কচাকাটা থানায় বিষয়টি জানান। পুলিশ এসে মরদেহ দুটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
যমজ নবজাতক :
স্থানীয়দের ধারণা, নবজাতক দুটি যমজ এবং তাদের বয়স আনুমানিক পাঁচ থেকে ছয় মাস। তবে কে বা কারা এ মর্মান্তিক ঘটনা ঘটিয়েছে, তা এখনও জানা যায়নি।
মরদেহ দুটি উদ্ধার :
কচাকাটা থানার উপপরিদর্শক (এসআই) কার্তিক চন্দ্র রায় জানান, "মরদেহ দুটি উদ্ধার করে আইনি প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।"
এলাকাবাসীর শোক :
এ ঘটনা পুরো এলাকায় শোকের ছায়া ফেলেছে। স্থানীয়রা এই অমানবিক কাজের তীব্র নিন্দা জানিয়েছেন এবং দোষীদের খুঁজে বের করার দাবি জানিয়েছেন।
পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
চৌকস মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত