ইমন চৌধুরী :
গাজীপুর সদর উপজেলায় পূর্ব শত্রুতার জেরে এক সাংবাদিকের পরিবারের ওপর হামলা চালানো হয়েছে। হামলায় সাংবাদিকসহ তার পরিবারের চারজন আহত হয়েছেন, যাদের মধ্যে একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন।
ঘটনাটি ঘটে সদর উপজেলার ভবানীপুর (বেপারীপাড়া) এলাকায়। হামলায় আহত হন সাংবাদিক আমিনুল ইসলাম, তার স্ত্রী রাজিয়া সুলতানা পাপিয়া, ভাই নুরুল ইসলাম এবং হারুন। এ ঘটনায় তিনজনের নাম উল্লেখ করে জয়দেবপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
পূর্ব শত্রুতার জেরে হামলা :
ভুক্তভোগী সাংবাদিক আমিনুল ইসলাম গাজীপুরের স্থানীয় দৈনিক "আজকের জনতা" পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত। তিনি জানান, বিল্লাল বেপারী (৫০) ও তার ছেলে জাহিদ (২৫), জহিরুল ইসলাম (৩০) এবং আরও কয়েকজন সহযোগী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের বাড়ির প্রবেশপথে অবৈধভাবে পিলার স্থাপন করেন। এতে বাধা দিলে তারা হুমকি দিয়ে পরে আমিনুল ইসলামের পরিবারের সদস্যদের মারধর করে।
গুরুতর আহত ভাই:
হামলায় নুরুল ইসলাম কুড়ালের আঘাতে গুরুতর আহত হন এবং তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ভয়ভীতি ও হুমকি :
আমিনুল ইসলাম জানান, সাংবাদিকতা করার কারণে তাকে বারবার ভয়ভীতি দেখানো হতো এবং প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছিল। তিনি অভিযোগ করেন যে, পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালানো হয়েছে।
নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবি :
ভুক্তভোগী প্রশাসনের কাছে নিরাপত্তা এবং ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।
মামলা ও অভিযান :
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, সাংবাদিকসহ তার পরিবারের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
চৌকস মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত