সাগর আহমেদ :
জেলার ঘাটাইল উপজেলার সন্ধানপুর ইউনিয়নের কুশারিয়া গ্রামে অটো চালক লিটন মিয়া ১১ মাস ধরে একটি সজারুর ছানাকে লালন-পালন করছেন।
এক দুর্ঘটনা থেকে উদ্ধার:
লিটন মিয়া ১১ মাস আগে দুর্গম পাহাড়ি রাস্তায় পড়ে থাকা অবস্থায় সজারুর ছানাটিকে উদ্ধার করেন। এরপর তিনি সেটিকে নিজের বাড়িতে নিয়ে আসেন এবং তার পরিবারসহ সজারুটির পরিচর্যা শুরু করেন। সজারুটির নাম রাখা হয়েছে ‘পাগলা’, যা এখন পরিবারের এক অমূল্য সদস্য।
সজারুর জীবনযাত্রা :
পাগলা সজারু বাড়ির পাশে ঘুরে বেড়ায় এবং খাবারের জন্য ডাক পেলেই দ্রুত বাড়ি ফিরে আসে। লিটন মিয়া জানান, পাগলা কলা, আলু, ফুলকপি, বাধাকপি এবং পাউরুটি খেতে বেশ পছন্দ করে। যদিও পাগলার জন্য ঘরের বাইরে খড় দিয়ে ঘুমানোর জায়গা তৈরি করা হয়েছিল, সে সেখানে ঘুমায় না; বরং মাটির নিচে নিজের সুরঙ্গ তৈরি করে বিশ্রাম নেয়।
বন্যপ্রাণী বিশেষজ্ঞের মতামত:
বন্যপ্রাণী বিশেষজ্ঞরা জানিয়েছেন, এক সময় বাংলাদেশে শজারুর সংখ্যা বেশ ছিল, তবে বর্তমানে তাদের অবস্থা বিপন্ন। শজারুর শরীরে ১৪ থেকে ২৮ সেন্টিমিটার পর্যন্ত কাঁটা থাকে, এবং এর ওজন ১০ থেকে ১৮ কেজি পর্যন্ত হতে পারে। এরা সব ধরনের শাকসবজি, ফলমূল এবং দানাশস্য খায়।
আইনগত সুরক্ষা:
এছাড়া, ২০১২ সালের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন অনুযায়ী, শজারু একটি সংরক্ষিত প্রজাতি এবং এর শিকার বা হত্যা আইনগত দণ্ডনীয় অপরাধ।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
চৌকস মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত