তিমির বণিক :
জেলার গোয়েন্দা শাখা (ডিবি) ১৮৮ বস্তা অবৈধ ভারতীয় চিনি সহ দুইজনকে গ্রেপ্তার করেছে। সোমবার (২০ জানুয়ারি) রাতে সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের কলারগাঁও যাত্রীছাউনি এলাকায় একটি মালবাহী ট্রাক থেকে এ চিনি জব্দ করা হয়।
১২ লাখ টাকার চিনি জব্দ:
গ্রেপ্তারকৃতরা হলেন ইয়াসিন আলী (২৫) এবং রিফাত হাসান দিপু (২২)। প্রাথমিক তদন্তে জানা গেছে, তারা অবৈধভাবে সিলেট জেলার জৈন্তাপুর সীমান্ত এলাকা থেকে চিনি সংগ্রহ করে কুমিল্লায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। তাদের ট্রাক থেকে উদ্ধারকৃত চিনির আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ লাখ টাকা।
পাথর দিয়ে চিনি পাচারের চেষ্টা :
ডিবির এসআই মাহমুদুর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে তাদের ট্রাকটি তল্লাশি করা হয়। পাচারকারীরা পুলিশের চোখ ফাঁকি দেওয়ার জন্য চিনির উপরে পাথর সাজিয়ে রাখার চেষ্টা করেছিল।
অভিযান পরিচালনা :
ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম সরকার বলেন, "এ ঘটনায় মৌলভীবাজার সদর মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের থানায় সোপর্দ করা হয়েছে।"
তিনি আরও বলেন, "অবৈধভাবে ভারতীয় পণ্য বাংলাদেশে আমদানির অপরাধে চোরাচালান চক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।"
এদিকে, জেলা পুলিশ চোরাচালান রোধে তাদের কার্যক্রম আরও শক্তিশালী করার ঘোষণা দিয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
চৌকস মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত