রংপুরে জমিজমা দ্বন্দ্বে বিএনপি’র নেতাকর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ

প্রকাশিত: ৯:০৪ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০২৫

জুবেল আরেফিন:

রংপুর জেলার গংগাচড়া উপজেলার গজঘন্টা ইউনিয়নের কাজী পাড়া এলাকায় জমি সংক্রান্ত দ্বন্দ্বে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ উঠেছে।
এ বিষয়ে গঙ্গাচড়া থানায় ১৫ ইং জানুয়ারী মৃত আব্দুল মান্নান এর পুত্র আলা মিয়া জমি সংক্রান্তের দ্বন্দ্বে হামলা মামলা ও লুটপাটের অভিযোগ এনে ইসলাম উদ্দিন, মৃত মফিজ উদ্দিন এর ছেলে হানিফ মিয়া, ইয়াকুব আলী, নয়ন মিয়া, ওবায়দুল ইসলামসহ অজ্ঞাত নামা ২৫ জনের বিরুদ্ধে একটি মামলা করেন।
অনুসন্ধানে জানা যায়, রংপুর গজঘন্টা ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার দুলাল মিয়া বিরুদ্ধে জাতীয়তাবাদী দল বিএনপি’র নাম ভাঙ্গিয়ে গঙ্গাচড়া উপজেলার বিভিন্ন এলাকায় জমি দখল ভূমিদস্যু মাদকসহ নানান অপ্রীতিকর ঘটনায় মাস্টার মাইন্ড হিসেবে নেতৃত্ব দিচ্ছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গজঘন্টা ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির ১ নং সদস্য দুলাল মিয়া ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে গজ ঘন্টা ইউনিয়ন বিএনপি’র ভাবমূর্তি ক্ষুন্নসহ ব্যাপক অপীতিকর ঘটনা ঘঠিয়ে আসছে। স্থানীয় বাসিন্দা এমদাদুল হক জানায়, বিএনপির নাম ভাঙ্গিয়ে দলবদ্ধ ভাবে গজ ঘন্টা হাবু কাজীপাড়ায় আলা মিয়ার বাড়িতে হামলা চালায় সাবেক ইউপি সদস্য দুলাল মিয়া। স্থানীয় বাসিন্দা স্বপ্না বেগম জানায়, আলামিয়ার ২০ বছর পূর্বে কয়কৃত জমিতে ১৫ ইং জানুয়ারি দলবদ্ধ সন্ত্রাসী বাহিনী নিয়ে এসে এলোপাতারি রক্তাক্ত যখমসহ নানান অপ্রীতিকার ঘটনা ঘটায় দুর্বৃত্তরা। পরে আলা মিয়া রক্তাক্ত জখম হওয়া পরিবারের সদস্যদের নিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। বর্তমানে এলাকায় থমথম পরিস্থিতি বিরাজ করছে। এ বিষয়ে গংগাচড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসআই প্রশান্ত কুমার বলেন, বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে এবং আসামিদের ধরার চেষ্টা চলছে।