ফরহাদ ভুইয়া
আইয়ুব জাহাঙ্গীর হত্যা এখন আলোচনার কেন্দ্রবিন্দু সন্দ্বীপে। এ হত্যায় অভিযোগের তীর সন্দ্বীপ উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সাহাব উদ্দিন সুমনের দিকে। সোমবার (২০ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে ইউনিয়নের সীমান্ত মার্কেট এলাকায় এ ঘটনা ঘটেছে।
সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান চৌকস কে বলেন, সুৃমনের নেতৃত্বে এই হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে। এ ঘটনায় আরও চার থেকে পাঁচজন সহযোগী ছিলেন বলে আমরা জানতে পেরেছি।
সন্দ্বীপ গাছুয়া ইউনিয়নে স্থানীয় পর্যায়ে কথা বলে কানা গেছে, হত্যার পর জাহাঙ্গীরের মরদেহ ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ।
এর আগে আহত আইয়ূবকে স্থানীয় হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। হত্যাকাণ্ড নিয়ে সন্দ্বীপ উপজেলা বিএনপির মধ্যে আলোচনা হচ্ছে।
হত্যার বিষয়ে জানতে চাইলে সন্দ্বীপ উপজেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট তাহের চৌকস প্রতিনিধিকে বলেন, জাহাঙ্গীর আলম যুবদলের সমর্থক ছিলেন। সুমনের সাথে তার ব্যক্তিগত লেনদেন ছিল বলে জানতে পেরেছি। তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, নিহত জাহাঙ্গীরের পরিবারের তেমন কেউ এখানে নেই। তার মেয়ে থানায় এসেছেন।মামলার প্রক্রিয়া চলছে
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
চৌকস মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত