শহীদ জিয়া স্মৃতি ডে-নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

প্রকাশিত: ৮:২৯ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০২৫

মো. মুহিব্বুল্লাহ,স্টাফ রিপোর্টার

শহীদ জিয়া স্মৃতি ডে-নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) ঢাকার কলাবাগানস্থ ধানমন্ডি স্পোর্টস ক্লাব মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক আহ্বায়ক, চেয়ারপারসনের উপদেষ্টা এবং জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ফয়েজ উল্যাহ ইকবাল, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও তিনবারের কমিশনার আলহাজ্ব মোশারফ হোসেন খোকন, জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক (চলতি দায়িত্ব দপ্তর) ইঞ্জি. মো. জামাল হোসেন, জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও রোটারিয়ান এম নাজমুল হাসান। আরও উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক নির্বাহী সদস্য মো. হাবিবুর রহমান পান্না, জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. জালাল আহমেদ জসিম।


ঢাকা মহানগর দক্ষিণ জিয়া মঞ্চের আহ্বায়ক খলিলুর রহমান বাবুর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন ঢাকা মহানগর দক্ষিণ জিয়া মঞ্চের সদস্য সচিব মুনছুর আহমেদ ভূঁইয়া।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ জিয়া মঞ্চের যুগ্ম আহ্বায়ক (দপ্তরের দায়িত্বে) মো. আকতার হোসেন আজিম ও যুগ্ম আহ্বায়ক মো. মারুফ সন্নামত প্রমূখ।
ফাইনাল খেলা ধানমন্ডি ফ্রেন্ডস স্পোর্টস ক্লাব বনাম আরএনটি অপু একাদশ লালবাগ ক্লাবের মধ্যে অনুষ্ঠিত হয়। খেলায় ধানমন্ডি বিয়েন্স স্পোর্টস ক্লাব চ্যাম্পিয়ন হয়। খেলায় কয়েক হাজার দর্শকের সমাগম হয়।
খেলার আয়োজক ছিলেন জিয়া মঞ্চ কলাবাগান থানা, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক তরিকুল ইসলাম শান্ত এবং জিয়া মঞ্চ কলাবাগান থানা, ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব মতিউর রহমান মুহিত।