সীতাকুন্ড: উকিলপাড়া ঘরোয়া নাইট মিনিবার ফুটবল টুর্ণামেন্ট-২০২৫ইং সম্পূর্ণ। 

প্রকাশিত: ১০:৫৩ পূর্বাহ্ণ, জানুয়ারি ২১, ২০২৫

মোঃ সালেক উদ্দিন,চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ

উকিলপাড়া ঘরোয়া নাইট মিনিবার ফুটবল টুর্ণামেন্ট-২০২৫ইং ফাইনাল খেলা সম্পূর্ণ হয়েছে।

সীতাকুণ্ড উপজেলার ৪নং মুরাদপুর ইউনিয়নের, ৮নং ওয়ার্ড, (উকিলপাড়া), গ্রামের ২০শে জানুয়ারী ২০২৫ ইংরেজি, রোজ:- সোমবার, সন্ধ্যা আনুমানিক ০৯:০০ ঘটিকার সময় ২য় বারের মত উকিলপাড়া যুব-সংঘ এর উদ্যেগে ঘরোয়া নাইট মিনিবার ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা মরহুম কালামিয়া ভূঁইয়ার খেলার মাঠে বিশিষ্ট ক্রীড়াবিদ, সীতাকুন্ড ভাতৃ সংঘের প্রতিষ্ঠাতা সদস্য, সীতাকুণ্ড বনানী ক্লাবের সাবেক সদস্য জনাব মোঃ ফছিউল আলমের সভাপতিত্বে এবং টুর্ণামেন্টের পরিচালনা কমিটি সাব্বির, নোহান, শুভ, আরফাত এর পরিচালনায় পরিবেশবান্ধব এই খেলা; অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি: ৪ নং মুরাদপুর ইউনিয়ন বি.এন.পির নেতা ও বিশিষ্ট সমাজসেবক এবং দান বীর মোঃ শাহজাহান, বিশিষ্ট সমাজসেবক মোঃ নাছির আহমেদ, সীতাকুণ্ড বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ বাহার উদ্দিন, মানবসেবক মোঃ শাখাওয়াত হোসেন (জনি), গণমাধ্যম ও মানবাধিকার কর্মী মোঃ সালেক উদ্দিন, রেমিট্যান্স যোদ্ধা মোঃ সেলিম প্রমূখ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফাইনাল খেলার উদ্বোধন ও খেলা শেষে বিজয়ী-বিজিত এবং ৩য় স্থান দলের হাতে পুরস্কার তুলে দেন ৪ নং মুরাদপুর ইউনিয়ন বি.এন.পির নেতা, বিশিষ্ট সমাজসেবক, দান বীর মোঃ শাহজাহান TEAM WIZARD ট্রাইবেকারে ৩ – ১ গোলে TEAM HYDRA কে হারিয়ে বিজয়ী হয়। TEAM TITAN ৩য় স্থান লাভ করেন। খেলায় মোট ০৬টি দল অংশগ্রহণ করে।

প্রধান অতিথি বলেন: একমাত্র নিয়মিত খেলাধুলাই পারে একজন যুবককে মন্দ কাজ থেকে বিরত রাখতে। নিয়মিত খেলার চর্চা করলে শরীর যেমন ভালো থাকে তেমনি ভাবে সকল কাজেও উদ্যোমী হওয়ার শক্তিও পাওয়া যায়। একটি মেধাবী জাতি গড়তে হলে নিয়মিত খেলার কোন বিকল্প নেই। ফুটবল গ্রামবাংলার অত্যন্ত জনপ্রিয় একটি খেলা।

বর্তমান সময়ে যুবকদের মোবাইল গেমসের প্রতি আসক্তি বেড়ে যাওয়ায় প্রতিনিয়তই ঘটছে বিভিন্ন অপ্রীতিকর ঘটনা। আর এই ধরনের কর্মকান্ড থেকে যুব সমাজকে রক্ষা করতে ও নিজেদের মেধাবী হিসেবে গড়ে তুলতে হলে এই ধরনের খেলার আয়োজনের কোন বিকল্প নেই। তাছাড়া এই উকিলপাড়া গ্রাম পূর্বে ও বর্তমানে একটি আদর্শ গ্রাম; হিসেবে পরিচিত ছিল এবং ভবিষ্যতেও পরিচিতি লাভ করতে পারে। আপনাদের যত ধরনের সহযোগিতা প্রয়োজন ইনশাআল্লাহ আমি করব।

সভাপতি বলেন: যুব সমাজকে খেলাধূলার প্রতি আগ্রহী করে তাদেরকে রক্ষা করতে হবে। যুবসমাজকে রক্ষা করতে পারে একমাত্র ক্রীড়া জগত। তাই বেশি বেশি করে খেলাধূলার আয়োজন করতে হবে। ❝খেলাধুলাই বাড়ে বল, মাদক ছেড়ে মাঠে চল ❞ ক্রীড়া সাফল্য ভবিষ্যৎ এর উজ্জ্বল নক্ষত্র।

আয়োজক কমিটির সাথে কথা বলে জানা যায় যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে সরিয়ে রাখতে এবং এই গ্রামের যুবসমাজের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতেই এই আয়োজন করা হয়েছিলো।