বটিয়াঘাটা উপজেলা সিপিবির উদ্যোগে গনতন্ত্র আভিযাত্রার হিমাংশু মন্ডলের সমাধীস্থলে শ্রদ্ধাঞ্জলী অনুষ্ঠিত।

প্রকাশিত: ৭:৪০ অপরাহ্ণ, জানুয়ারি ২০, ২০২৫

মোঃ ইমরান হোসেন,বটিয়াঘাটা প্রতিনিধিঃ
বটিয়াঘাটা উপজেলার ২ নং বটিয়াঘাটা ইউনিয়নের বাদামতলা গ্রামে বধ্যভুমিতে সোমবার বিকাল তিনটায় হিমাংশু মন্ডলের সমাধীস্থলে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, খুলনা জেলা শাখার আয়োজনে ২০০১ সালের ২০ জানুয়ারিতে সিপিবির পল্টন সমাবেশে বোমা হামলার হত্যাকান্ডে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন সভা ও সিপিবি বটিয়াঘাটা উপজেলা শাখার উদ্যোগে গনতন্ত্র আভিযাত্রার আয়োজন
শ্রদ্ধাঞ্জলী সভাতে বক্তরা তাদের বক্তব্যে বক্তারা বলেন দ্রব্যমুল্যের উর্ধ্বগতি ও মব জাস্টিস, আইনশৃঙ্খলার অবনতির নিন্দা জানিয়ে সাধারন মানুষের জানমালের নিরাপত্তাসহ লুটপাঠ বন্ধের দাবি জানান। নির্বাচন ও রাষ্ট্র সংস্কারের যে প্রস্থাব হয়েছে তা দ্রুত বাস্তবায়ন করে নির্বাচনের দাবি জানান তারা। এছাড়া সংস্কারের নামে যাতে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলা না যায় সেই বিষয়ের আলোকপাত করে তারা বলেন, সংস্কারে মুক্তিযুদ্ধ হতে হবে মুলস্তম্ভ এবং মুক্তিযুদ্ধের পরিপন্থী কোন কাজ সিপিবি মেনে নিবে না। এছাড়া ন্যায় বিচারব্যবস্থা ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষে কাজ করতে সকল নেতাকর্মীদের আহবান জানান তারা।
শ্রদ্ধাঞ্জলী শেষে তারা পথসভার মাধ্যমে বটিয়াঘাটা বাজার অভিমুখে রওনা করেন এবং বটিয়াঘাটা বাজারে বক্তব্য শেষে শান্তিপুর্নভাবে সভাটি শেষ করেন।
শ্রদ্ধাঞ্জলী ও অভিযাত্রায় সভাপতি,বটিয়াঘাটা উপজেলা সিপিবি) অশোক সরকার সভাপতিত্বে
পুর্নেন্দু বিশ্বাস সাধারন সম্পাদক, বটিয়াঘাটা উপজেলা সিপিবি) সঞ্চালনায় ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা: মনোজ দাস (সভাপতি, খুলনা জেলা সিপিবি)। এছাড়া উপস্থিত ছিলেন এস এম রশীদ (সাধারন সম্পাদক, খুলনা জেলা সিপিবি), আব্দুল হান্নান (সহ-সাধারন সম্পাদক, খুলনা জেলা সিপিবি), নিতাই গাইন (সভাপতি, কৃষক সমিতি খুলনা জেলা ও সাবেক ভাইস-চেয়ারম্যান,বটিয়াঘাটা উপজেলা)। এছাড়াও উপস্থিত ছিলেন মনোরঞ্জন মন্ডল (সাবেক চেয়ারম্যান, বটিয়াঘাটা ইউনিয়ন), এডভোকেট প্রীতিষ কুমার, সমীরন গোলদার,অধ্যাপক তাপশ রায়, এডভোকেট উৎফল রায়,জেল কমিটির সদস্য শিশির সরকার, এডভোকেট সন্দীপ রায়,অধ্যাপক শশাংক মল্লিক, তুলশী দাস রায়সহ স্থানীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন,