নাগেশ্বরীতে ‘তারুণ্যের উৎসব ২০২৫’ উপলক্ষে রচনা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশিত: ৬:২৩ অপরাহ্ণ, জানুয়ারি ২০, ২০২৫

জাহিদ হাসান, কুড়িগ্রাম প্রতিনিধিঃ 

কুড়িগ্রাম, ২০ জানুয়ারি ২০২৫: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় “তারুণ্যের উৎসব ২০২৫” উদযাপন উপলক্ষে আজ রচনা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন হলরুমে আয়োজিত এই প্রতিযোগিতায় বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ এবং বিশেষ অতিথি হিসেবে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কামরুল ইসলাম। তারা শিক্ষার্থীদের উৎসাহিত করেন এবং সৃজনশীলতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য তাদের ধন্যবাদ জানান।

*প্রাথমিক পর্যায়ে বিজয়ীরা*:

– *কুইজ প্রতিযোগিতা*:

১ম স্থান: মুআয বিন মিজান (৪র্থ শ্রেণি, শিশু বিতান)।

– *চিত্রাঙ্কন প্রতিযোগিতা*:

১ম স্থান: জান্নাতুল জোহর (৩য় শ্রেণি, নিউ প্রতিশ্রুতি স্কুল)।

– *রচনা প্রতিযোগিতা*:

১ম স্থান: আফিয়া তাসনিম হিয়া (৫ম শ্রেণি, নিউ প্রতিশ্রুতি স্কুল)।

 

*মাধ্যমিক পর্যায়ে বিজয়ীরা*:

– *কুইজ প্রতিযোগিতা*:

১ম স্থান: উম্মে সানিয়া স্নেহা (৯ম শ্রেণি, উপজেলা প্রশাসন স্কুল)।

– *রচনা প্রতিযোগিতা*:

১ম স্থান: মোছা. সানজিদা আক্তার সুরভী (১০ম শ্রেণি, ভিতরবন্দ বালিকা উচ্চ বিদ্যালয়)।

– *চিত্রাঙ্কন প্রতিযোগিতা*:

১ম স্থান: উম্মে আযমান মনিষা (৯ম শ্রেণি, উপজেলা প্রশাসন স্কুল)।

এই প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা হয় এবং তাদের আত্মবিশ্বাসের উন্নতি ঘটে।