মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা খুলনার সুশোভন বাছাড় দৈনিক চৌকস দৈনিক চৌকস প্রকাশিত: ১১:৪৫ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২৫ ইমরুল ইসলাম ইমন : ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষায় খুলনার সুশোভন বাছাড় দেশসেরা হয়েছেন। খুলনা মডেল স্কুল এন্ড কলেজের এই শিক্ষার্থী প্রথম স্থান অর্জন করেছেন, তাঁর প্রাপ্ত নম্বর ৯০.৭৬। আজ, ১৯ জানুয়ারি ২০২৪ বিকেলে প্রকাশিত ফলাফলে এ তথ্য জানা যায়। এবারের মেডিকেল ভর্তি পরীক্ষায় দ্বিতীয় স্থান অর্জন করেছেন চট্টগ্রামের সানজিদ অপূর্ব বিন সিরাজ, যিনি চট্টগ্রাম কলেজের এইচএসসি ২০২৪ ব্যাচের শিক্ষার্থী। তিনি ৯০.৫০ নম্বর পেয়েছেন। তৃতীয় স্থান অর্জন করেছেন যশোরের অভয়নগর উপজেলার শেখ তাসনিম ফেরদৌস, যিনি শেখ আব্দুল ওহাব মডেল কলেজ থেকে পরীক্ষায় অংশগ্রহণ করেন। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ বছর ৩৭টি সরকারি মেডিকেল কলেজে ৫ হাজার ৩৮০টি আসন এবং ৬৭টি অনুমোদিত বেসরকারি মেডিকেল কলেজে ৬ হাজার ২৯৩টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে। এ বছর দেশে ১১০টি মেডিকেল কলেজ রয়েছে, এর মধ্যে ৬৭টি বেসরকারি মেডিকেল কলেজ এবং ৫টি বেসরকারি আর্মি মেডিকেল কলেজ রয়েছে। এমবিবিএস ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে মোট ১ লাখ ৩৫ হাজার ৬৬৫টি আবেদন জমা পড়ে, যার মধ্যে ১ লাখ ৩১ হাজার ৭২৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। সরকারি মেডিকেল কলেজে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তির সময়সীমা আগামী ২ ফেব্রুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। বেসরকারি মেডিকেল কলেজে ভর্তির অনলাইন আবেদন গ্রহণের বিজ্ঞপ্তি ২৩ জানুয়ারি প্রকাশিত হবে। SHARES সারা বাংলা বিষয়: