বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করেছে সাতক্ষীরা বিজিবি

প্রকাশিত: ১১:৪১ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২৫

ইমরুল ইসলাম ইমন: 

সাতক্ষীরা জেলার সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করেছে সাতক্ষীরা ৩৩ বিজিবি। ১৯ জানুয়ারি, রবিবার সকাল ১১টায় সাতক্ষীরা ৩৩ বিজিবির ব্যাটালিয়ন হেডকোয়াটারে শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

এতে ভারতীয় মাদকদ্রব্যের মধ্যে রয়েছে:

– ফেন্সিডিল: ৭ হাজার ৪৫৬ বোতল

– মদ: ১৭ হাজার ২১৮ বোতল

– গাঁজা: ৯৩ কেজি

– হিরোইন: ৭ কেজি

– ইয়াবা ট্যাবলেট: ৩ লাখ ২৮ হাজার ৮৫৩ পিস

– এলএসডি: ২৪ বোতল

– ক্রিস্টাল মেঘ আইস: ৪.৫৫২ কেজি

– অনাগ্রা ট্যাবলেট: ৪০ হাজার ৯০৭ পিস

– বিভিন্ন প্রকার ঔষধ: ২ কোটি ৬৩ লাখ ৪০ হাজার ৪৭১ পিস

– ইনজেকশন ড্রাগ: ৩৮ বোতল

– পাতার বিড়ি: ১৩ লাখ ৪৮ হাজার ৫৫৩ পিস

– তামাকের গুড়া: ২০ কেজি

এই মাদকদ্রব্যগুলো সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন ৫৪ কিলোমিটার সীমান্ত থেকে বিভিন্ন সময়ে আটক করা হয়। মাদকদ্রব্য ধ্বংস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজিবির খুলনা সেক্টর কমান্ডার কর্নেল মোঃ মেহেদী হাসান চৌধুরী, সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক, সহকারী পরিচালক মোঃ মাসুদ রানা, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডাঃ কাজী আরিফ আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস, সিনিয়র সহকারী পুলিশ সুপার এস এম আরিফ রায়হান, র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানী কমান্ডার সরদার ইকবাল হোসেন, সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক মিজানুর রহমান শরীফ, সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক বিজয় কুমার মজুমদার এবং সাতক্ষীরা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট সার্কেলের রাজস্ব কর্মকর্তা রবীন্দ্র নাথ ঘোষ।

 

এদিকে, বিজিবি জানায়, গত ১৫ ফেব্রুয়ারি ২০২৩ থেকে ৩১ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত বিভিন্ন সময়ে এই মাদকদ্রব্যগুলো আটক করা হয়েছে।