সদরপুরে মুদি দোকানের গলির সামনে জোরপূর্বক টয়লেট নির্মাণ দৈনিক চৌকস দৈনিক চৌকস প্রকাশিত: ৮:৩৬ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২৫ সদরপুর(ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের বাড়ৈর হাট বাজারে একটি মুদি দোকানের সামনে জোরপূর্বক টয়লেট নির্মাণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় দোকান মালিক ফিরোজ খান স্থানীয় মসজিদ কমিটি ও বাজার কমিটির বিরুদ্ধে অভিযোগ করেছেন। ফিরোজ খান, একজন প্রবাসী, সম্প্রতি বিদেশ থেকে ফিরে তার মুদি দোকানে ব্যবসা শুরু করেন। তিনি বাজারের সঙ্গী হয়ে জীবিকা নির্বাহের জন্য দোকানে মালামাল আনতে শুরু করেন। কিন্তু বাজারের মসজিদ কমিটি এবং বাজার কমিটির সভাপতি ক্বারী মো. শফি তার দোকান ঘরের সামনে যাতায়াতের গলি দখল করে সেখানে একটি টয়লেট নির্মাণ করেন, যা দোকানে প্রবেশে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এছাড়া, টয়লেটটির দুর্গন্ধে ফিরোজ খানের দোকান পরিচালনা করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। এর পরিপ্রেক্ষিতে তিনি মসজিদ কমিটির সঙ্গে আলোচনা করে নিজ খরচে অন্যত্র একটি পাকা টয়লেট নির্মাণ করেন। তবে, মসজিদ কমিটির সদস্যরা দোকানের সামনে টয়লেটটি সরানোর ব্যাপারে কোনো পদক্ষেপ না নিয়ে টালবাহানা শুরু করেন। ফিরোজ খান বিষয়টি এলাকার গণ্যমান্য ব্যক্তিদের জানালে তারা তাকে উপজেলা নির্বাহী অফিসারের কাছে একটি অভিযোগ দায়ের করার পরামর্শ দেন। তার পর, তিনি উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ করেন। তবে, এখনও এ বিষয়ে কোনো কার্যকর ফলাফল পাননি তিনি। ফিরোজ খান এখন আবারও তার দোকানের সামনে টয়লেটটি অপসারণের জন্য প্রশাসনিক সহায়তা চাইছেন। SHARES অপরাধ বিষয়: