খুলনায় (পাইকগাছায়) পানি উন্নয়ন বোর্ডের পরিত্যক্ত ভবনসহ সরকারি জমি দখল করে ঘরবাড়ি বাঁধার অভিযোগ দৈনিক চৌকস দৈনিক চৌকস প্রকাশিত: ৮:২৮ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২৫ ইমরুল ইসলাম ইমন, খুলনা প্রতিনিধি: খুলনার পাইকগাছায় গভীর রাতে পানি উন্নয়ন বোর্ডের পরিত্যক্ত ভবনসহ সরকারি জমি দখল করে ঘরবাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দুই সপ্তাহ আগে লতা ইউনিয়নের পুটিমারী এলাকায় অবস্থিত পানি উন্নয়ন বোর্ডের স্লুইচ গেটের পরিত্যক্ত ভবন ও প্রায় এক বিঘা সরকারি জমি দখল করেন স্থানীয় বাসিন্দা হাবিল ও সুরমা হাওলাদার দম্পতি। দখলকৃত জমিতে তারা এখন ঘরবাড়ি ও বেড়া নির্মাণ করেছেন, এবং পাশাপাশি সবজি ও গাছও রোপণ করেছেন। হাবিল কাঠামারীর বাবুল হাওলাদারের জামাতা বলে জানা যায়। অভিযোগ উঠেছে, স্থানীয় রাজনৈতিক প্রভাবশালীদের মদদ ও সহায়তায় এই সরকারি জমি দখল করা হয়েছে। এদিকে, কপিলমুনি নাবা গ্রামের অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক মোঃ নওশের আলী গাজী দাবি করেছেন যে, পুটিমারী মৌজার আশেপাশের ৩০ বিঘা জমির তিনি বৈধ মালিক এবং তিনি দীর্ঘদিন ধরে তা দেখভাল করে আসছিলেন। তার দাবি অনুযায়ী, পানি উন্নয়ন বোর্ড ওই জমি থেকে ৫ একর জমি অধিগ্রহণ করে এবং ১৯৯২ সালে এটি অবমুক্ত করা হয়, যার পরবর্তীতে তার নামে রেকর্ডও হয়েছে। তিনি অভিযোগ করেছেন যে, হাবিল হাওলাদার অবৈধভাবে গভীর রাতে এই জমি দখল করেছেন। অন্যদিকে, হাবিল হাওলাদারের স্ত্রী সুরমা বেগম দাবি করেছেন যে, তারা পূর্বে আবাসন প্রকল্পে বাস করতেন এবং বর্তমানে তারা সরকারি জমিতে ঘরবাড়ি নির্মাণ করেছেন। স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের শাখা প্রকৌশলী মোঃ রাজু হাওলাদার জানিয়েছেন, তিনি উর্ধ্বতন কর্তৃপক্ষকে এই অবৈধ দখলের বিষয়ে জানিয়েছে এবং তাদের নির্দেশনা অনুযায়ী সরকারি সম্পত্তি উদ্ধারে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে। SHARES অপরাধ বিষয়: