নগরীতে ডিবির অভিযানে এক হাজার পিস ইয়াবাসহ আটক ১

প্রকাশিত: ১২:২৯ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২৫

নগরীতে ডিবির অভিযানে এক হাজার পিস ইয়াবাসহ আটক ১

ইমরুল ইসলাম ইমন, খুলনা প্রতিনিধি:

খুলনা মহানগরীতে ডিবি পুলিশ এক হাজার পিস ইয়াবাসহ মোঃ জাকির হোসেন (৪১) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। জাকির হোসেন সোনাডাঙ্গা আবাসিক এলাকার (২য় ফেইজ) বাসিন্দা মোঃ মফিজুর রহমানের পুত্র। গত ১৭ জানুয়ারি (শুক্রবার) রাত পৌনে ১১টায় তাকে ওই এলাকা থেকে আটক করা হয়।

 

কেএমপি’র ডিবি পুলিশ জানায়, ডিবির ওসি মোঃ তৈমুর ইসলামের নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে সোনাডাঙ্গা এলাকার জনৈক জিএম লুৎফুর রহমানের ভাড়াটিয়া জাকির হোসেনের বাসায় অভিযান চালায়। এ সময় তার কাছ থেকে এক হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

 

জাকির হোসেন দীর্ঘদিন ধরে খুলনা মহানগর এলাকায় ইয়াবা ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত ছিল। তার বিরুদ্ধে পূর্বে দুটি মাদক মামলা রয়েছে। তাকে সোনাডাঙ্গা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

 

এ ঘটনায় পুলিশ আরও জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।