মোঃ আবদুল রহিম :
ফেনী শহরে বিএনপির নেতা-কর্মীদের একাংশ সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছে। তারা সম্প্রতি ঘোষিত ফেনীর দাগনভূঞা ও সোনাগাজী উপজেলা বিএনপির কমিটি বাতিলের দাবি জানান। শনিবার এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়, যার ফলে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে, যা চালক ও যাত্রীদের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়।
বিক্ষোভে অংশগ্রহণকারীরা সোনাগাজী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র জামাল উদ্দিন সেন্টুর সভাপতিত্বে এবং সাবেক সাংগঠনিক সম্পাদক আমিন উদ্দিন দোলনের সঞ্চালনায় বক্তব্য রাখেন। এছাড়াও দাগনভূঞা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আবুল হাসেম বাহাদুর, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহবুবুল হক রিপন, জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক সাইফুর রহমান রতন, সোনাগাজী পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আবুল মোবারক (ভিপি দুলাল), জেলা যুবদলের সহসভাপতি হাসানুজ্জামান শাহাদাত প্রমুখ উপস্থিত ছিলেন।
বক্তারা অভিযোগ করেন, কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টুর নির্দেশে এবং আলাল উদ্দিন আলালের ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে এই কমিটি ঘোষণা করা হয়েছে, যা ভুয়া এবং টাকার বিনিময়ে তৈরি হয়েছে। তাদের দাবি, কমিটি দেওয়ার সময় আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কদের যথাযথ মূল্যায়ন করা হয়নি।
এদিকে, ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাউদ্দিন আলাল এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে, সাংগঠনিক নির্দেশ মোতাবেক কমিটি ঘোষণা করা হয়েছে এবং এটি তার একক সিদ্ধান্তে হয়নি।
বিক্ষোভকারীরা কমিটির পুনর্গঠন দাবি করে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
চৌকস মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত