ইকবাল হোসেন :
রাজধানীর ওয়ারী এলাকায় অভিযান পরিচালনা করে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় রুজুকৃত মামলায় সাবেক সিটি মেয়র ফজলে নূর তাপসের ঘনিষ্ঠ সহচর ও বৈষম্যবিরোধী আন্দোলন দমনে অর্থদাতা মনির হোসেন হাওলাদারকে (৫৫) গ্রেফতার করেছে ডিএমপির নিউমার্কেট থানা পুলিশ।
শুক্রবার (১৭ জানুয়ারি ২০২৫ খ্রি.) রাত ১২:৪৫ ঘটিকায় ওয়ারী থানাধীন লারিমিনি স্ট্রিট এলাকায় ওয়ারী থানা পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মনির হোসেন নিউমার্কেট থানার চাঁদনী চক বিজনেস ফোরাম সমিতির সাবেক সাধারণ সম্পাদক এবং সাবেক সিটি মেয়র তাপসের ঘনিষ্ঠ সহচর ছিলেন।
নিউমার্কেট থানা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত মনির হোসেন বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় নিউমার্কেট থানায় দায়েরকৃত একটি মামলার এজাহারনামীয় আসামি। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৬ জুলাই ২০২৪ খ্রি. বিকাল সাড়ে তিনটার দিকে বৈষম্যবিরোধী আন্দোলনে শত শত শিক্ষার্থী-জনতা নিউমার্কেট থানাধীন মিরপুর রোডের ঢাকা কলেজের সামনে অবস্থান নেয়। শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলন প্রতিহত করতে ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শিক্ষার্থীদের উপর হামলা করে। তাদের অতর্কিত হামলায় ঢাকা কলেজের ছাত্র শামীমসহ বেশ কয়েকজন ছাত্র-জনতা ও পথচারি গুরুতর আহত হন। এ ঘটনায় ঢাকা কলেজের ছাত্র মুহাম্মদ শামীম বাদী হয়ে গত ২৪ নভেম্বর ২৪ খ্রি. নিউমার্কেট থানায় একটি মামলা রুজু করেন।
নিউমার্কেট থানা সূত্রে আরো জানা যায়, তদন্তাধীন এ মামলায় গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে মনির হোসেন হাওলাদারকে গ্রেফতার করা হয়। প্রাথমিক তদন্তে মামলার উক্ত ঘটনায় গ্রেফতারকৃত মনির হোসেন হাওলাদারের জড়িত থাকার তথ্য পাওয়া গেছে।
গ্রেফতারকৃতকে সাত দিনের পুলিশ রিমান্ডের আবেদনসহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
চৌকস মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত