রাজধানীর হাজারীবাগে একটি ট্যানারি গোডাউনে দাউ দাউ করে আগুন জ্বলছে। আজ, ১৭ জানুয়ারি ২০২৫ তারিখে, দুপুর ২টা ১৪ মিনিটে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে, এবং সেনাবাহিনী ও বিজিবি সদস্যরা উদ্ধার কাজে অংশগ্রহণ করেছেন।
ইকবাল হোসেন:
আগুনের তীব্রতা খুব বেশি হওয়ায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য উদ্ধারকারী দলটি একযোগভাবে কাজ করছে। ট্যানারি গোডাউনটি চামড়া (লেদার) পণ্য সংরক্ষণে ব্যবহৃত হওয়ায় কেমিক্যালের উপস্থিতি থাকতে পারে, তবে এ ব্যাপারে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং ভবনের ভিতরে কেউ আটকে নেই বলে নিশ্চিত করা হয়েছে। উদ্ধারকাজ চলছে, এবং আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত পরিস্থিতি মোকাবেলা অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
চৌকস মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত