মোঃ ইকবাল হোসেন :
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কোতয়ালী থানা পুলিশ একটি বিশেষ অভিযানে দেশীয় অস্ত্রসহ তিন পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো:
1. মাসুদ ওরফে রবিন (২৪)
2. মোঃ সাইফুল ইসলাম (২৫)
3. মোঃ সাইফুল ইসলাম ওরফে আল আমিন (১৯)
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি ২০২৫) বেলা ৫:২০ ঘটিকায় সদরঘাট এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।
কোতয়ালী থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের মাধ্যমে জানা যায় যে, সদরঘাট ভিআইপি গেইটের সামনে কিছু দুষ্কৃতকারী দেশীয় অস্ত্রসহ ছিনতাইয়ের উদ্দেশে শলাপরামর্শ করছে। সংবাদের ভিত্তিতে দ্রুত সেখানে উপস্থিত হয় পুলিশ ফাঁড়ির টহল টিম। পুলিশ দেখে পালানোর চেষ্টা করলে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি চাপাতি, একটি চাকু এবং একটি খুর উদ্ধার করা হয়।
থানা সূত্রে আরও জানানো হয়, গ্রেফতারকৃতরা পেশাদার ছিনতাইকারী দলের সদস্য। তারা সদরঘাটসহ আশপাশের বিভিন্ন এলাকায় পথচারীদের কাছ থেকে মোবাইল, নগদ অর্থসহ অন্যান্য মূল্যবান জিনিসপত্র ছিনতাই করতো। তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে, তারা ছিনতাইয়ের উদ্দেশ্যে দেশীয় অস্ত্রসহ ওই এলাকায় অবস্থান করছিল।
তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত