শাহীন :
রাজধানীর গুলিস্তান এলাকা থেকে ৪,০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবি-গুলশান বিভাগ। গ্রেফতারকৃতরা হলো কাশেম শেখ (৫৫) এবং মোঃ আব্দুল আহাদ (২০)।
ডিবি-গুলশান বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা গুলিস্তান এলাকায় মাদক বিক্রয়ের জন্য অবস্থান করছে এমন তথ্য পায়। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি ২০২৫) সন্ধ্যা ৬:১০ টার দিকে গুলিস্তান মোড় সংলগ্ন হোটেল গার্ডেন ইন্টারন্যাশনাল এর সামনে অভিযান চালানো হয়। অভিযানের সময় কাশেম শেখ ও আব্দুল আহাদ পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ৪,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এছাড়া, তাদের কাছ থেকে মাদক বেচা-কেনায় ব্যবহৃত দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে, তারা ইয়াবা ট্যাবলেট বিক্রির জন্য এগুলো সংগ্রহ করে রেখেছিলো।
এখন তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
চৌকস মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত