জুলাইয়ের প্রেরণা, দিতে হবে ঘোষণা: ঝিনাইগাতীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণসংযোগ ও লিফলেট বিতরণ

প্রকাশিত: ১১:৫৮ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৭, ২০২৫

মিজানুর রহমান :

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শাখা ‘জুলাইয়ের প্রেরণা, দিতে হবে ঘোষণা’ স্লোগানে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে। তাদের দাবি, জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের প্রয়োজনীয়তা এবং এর গুরুত্ব জনসাধারণের মাঝে তুলে ধরতে তারা এই কর্মসূচি গ্রহণ করেছেন।

 

গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি ঝিনাইগাতী থানা মোড় চত্বর থেকে শুরু হয় এবং পরে বিভিন্ন দোকানে লিফলেট বিতরণ করা হয়। লিফলেটের মাধ্যমে তারা জনসাধারণকে জানায় যে, তারা ৭ দফা দাবি ঘোষণাপত্রে অন্তর্ভুক্ত করার জন্য সরকারের প্রতি দাবি জানাচ্ছে, এবং আওয়ামী খুনি ও দোসরদের বিচারের জন্য অঙ্গীকার করতে হবে।

 

এসময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাতীয় নাগরিক কমিটির সমন্বয়ক মোঃ মানোয়ার হোসেন, মোবারক হোসেন, শান্ত সিফাত, নয়ন মিয়া সহ অন্যান্য সদস্যরা।

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাতীয় নাগরিক কমিটির সমন্বয়ক মোঃ মানোয়ার হোসেন বলেন, “জুলাই বিপ্লব পরবর্তী আমরা একটি ঘোষণাপত্র জারি করতে চেয়েছিলাম, কিন্তু সরকারের পক্ষ থেকে এখনো সেই বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। জুলাই বিপ্লব রক্ষার জন্য ঘোষণাপত্রের প্রয়োজনীয়তা আছে, তাই আমরা জনসচেতনতা তৈরির জন্য গণসংযোগ ও লিফলেট বিতরণ করছি।”

তিনি আরও বলেন, “এটি ঘটার পর প্রায় ৬ মাস হয়ে গেল, কিন্তু এখনো আমাদের ঘোষণাপত্র প্রদান করা হয়নি। এই কারণে আমরা অন্তর্বর্তী সরকারকে ঘোষণাপত্র জারি করার জন্য আল্টিমেটাম দিয়েছিলাম, যাতে জনগণের আকাঙ্ক্ষা পূর্ণ হয়।”

 

এ কর্মসূচি চলতে থাকবে এবং পরবর্তীতে অন্যান্য স্থানেও লিফলেট বিতরণ করা হবে বলে জানানো হয়েছে।