সিলেটে চোরাইকৃত ৩ লক্ষ ৪৩ হাজার ৮৫০ টাকাসহ ১ আসামি গ্রেফতার

প্রকাশিত: ১১:৫২ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৭, ২০২৫

খালেদ আহমেদ :

সিলেটের জালালাবাদ থানা পুলিশ ১৬ জানুয়ারি ২০২৫ তারিখে চোরাইকৃত ৩,৪৩,৮৫০ টাকা উদ্ধার করে ১ জন আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতার হওয়া আসামির নাম কেফায়েত হোসেন রাজু (২৬), তার পিতা মৃত হারুন উল্লাহ এবং মাতা মৃত কুহিনুর বেগম। তার বাড়ি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার বারখলা এলাকায়।

 

পুলিশ জানায়, ২০:১০ ঘটিকায় জালালাবাদ থানার এসআই (নিরস্ত্র) অনুপ কুমার চৌধুরীর নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যরা কোতোয়ালী মডেল থানাধীন কানিশাইল বড় মসজিদ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে কেফায়েত হোসেন রাজুকে গ্রেফতার করেন। এরপর আসামীর শশুড়বাড়িতে অভিযান চালিয়ে ৩,৪৩,৮৫০ টাকা উদ্ধার করা হয়, যা রান্নাঘরের চুলার নিচে লুকানো ছিল।

 

এ ব্যাপারে জিজ্ঞাসাবাদে কেফায়েত হোসেন রাজু তার দেয়া তথ্যে জানায়, টাকার মালিকানা সম্পর্কে আরও তথ্য এবং ঘটনার বিস্তারিত জানানো হয়েছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে একাধিক মামলা এবং গ্রেফতারী পরোয়ানা রয়েছে। পুলিশ আসামীকে আদালতে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে।