সদরপুর (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের সদরপুর উপজেলার ওজোপাডিকো লিঃ-এর আবাসিক প্রকৌশলী আবুল কালামের বিরুদ্ধে ঘুষ বানিজ্যের অভিযোগ উঠেছে।
অভিযোগকারী হলেন ভাঙ্গা উপজেলার নুরুল্যাগঞ্জ ইউনিয়নের মীরাকান্দা গ্রামের দীনমজুর আঃ রব মুন্সি (৮২)। তিনি সদরপুর সাংবাদিক ফোরামের নিকট একটি লিখিত অভিযোগে উল্লেখ করেন, তার ব্যবহৃত ৩টি বৈদ্যুতিক মিটারের মধ্যে ১টির বিল বকেয়া থাকায় বিদ্যুৎ অফিসের কর্মকর্তারা তাকে তাৎক্ষণিকভাবে বিল পরিশোধের জন্য চাপ প্রয়োগ করেন।
বিল পরিশোধ করতে না পারায়, তাদের পক্ষ থেকে ২টি মিটারের সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং পরবর্তীতে বিল পরিশোধিত মিটারের সংযোগ দেয়ার জন্য আবাসিক প্রকৌশলী আবুল কালাম ৩ লক্ষ টাকা দাবি করেন। তিনি দাবি অনুযায়ী ২ লক্ষ টাকা প্রদান করেন, তবে বাকি টাকা না দেয়ায়, আবাসিক প্রকৌশলী তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করছেন বলে অভিযোগ করেন রব মুন্সি।
এ বিষয়ে আবাসিক প্রকৌশলী আবুল কালামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, রব মুন্সি ও তার পরিবারের সদস্যরা সরকারী কাজে বাধা প্রদান এবং অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করায়, তাদের বিরুদ্ধে বিদ্যুৎ আইনে মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
চৌকস মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত