নাটোরের সিংড়ায় তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে বিভিন্ন কর্মশালা অনুষ্ঠিত দৈনিক চৌকস দৈনিক চৌকস প্রকাশিত: ১:১০ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৭, ২০২৫ মো: আতিকুর: নাটোর জেলার সিংড়া উপজেলায় “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” স্লোগানে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে কিশোর কিশোরীদের জন্য স্বাস্থ্য ও পুষ্টি, সাইবার সিকিউরিটি এবং প্লাস্টিক পণ্যের বিকল্প ব্যবহার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুর ১২টায় সিংড়া উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এই কর্মশালার উদ্বোধন করেন সিংড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাজহারুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: মিলি আক্তার বর্ণা, উপজেলা প্রোগ্রামার (আইসিটি) মাজদার আলী, এটিও আবরুসত মতিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিংড়া উপজেলা প্রতিনিধি সজীব সরদার, মিস্তাক বিল্টু, সিংড়া মডেল প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক রবিন খান, দপ্তর সম্পাদক রানা মাসুদ প্রমুখ। এ কর্মশালার মাধ্যমে কিশোর-কিশোরীদের স্বাস্থ্য, নিরাপত্তা এবং পরিবেশ বিষয়ক গুরুত্বপূর্ণ দিকগুলো সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা হয়েছে, যা তাদের সামাজিক এবং ব্যক্তিগত জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে। SHARES স্বাস্থ্য বিষয়: