সাইফুর রহমান সরকারি কলেজের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে অভিযোগ জানিয়ে আসছিলেন যে, ইটভাটার ধোঁয়া শ্রেণিকক্ষে প্রবেশ করে তাদের পড়াশোনার পরিবেশ নষ্ট করছে। তারা জানান, ধোঁয়া এবং ধুলাবালির কারণে তাদের পড়াশোনায় মনোযোগ দেওয়া সম্ভব হয় না, যা শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব ফেলছে।
ফুলবাড়ী উপজেলায় একাধিক অবৈধ ইটভাটা গড়ে উঠেছে, যা স্থানীয় জনগণ ও শিক্ষার্থীদের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। কাশিপুর ইউনিয়নের ফুলবাড়ী-নাগেশ্বরী মহাসড়কের পাশে মাত্র আধা কিলোমিটারের মধ্যে তিনটি ইটভাটা রয়েছে—ডব্লিউ এএইচ ব্রিকস, এবি ব্রিকস, এবং এমএসএইচ ব্রিকস। এসব ভাটার আশপাশে সাতটি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হলো গঙ্গারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, গঙ্গারহাট উচ্চ বিদ্যালয়, এবং কাশিপুর ডিগ্রি কলেজ।
পরিবেশ সুরক্ষায় প্রশাসনের এ ধরনের পদক্ষেপ আরও কার্যকর ও নিয়মিত হওয়ার প্রত্যাশা রইল।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
চৌকস মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত