ফরিদপুরে অবৈধ মাটি কাটার ঘটনায় ৪ জন আটক দৈনিক চৌকস দৈনিক চৌকস প্রকাশিত: ৬:০৬ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২৫ সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সদরপুর থানা পুলিশ গতকাল রাতে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের নীজগ্রাম এলাকায় অভিযান চালিয়ে মাটি কাটার সময় ১টি বেকু এবং ২টি ট্রাকসহ ৪ জনকে আটক করেছে। জানা গেছে, সদরপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে অবৈধভাবে মাটি কাটার মহাউৎসব চলছে চলতি ইটভাটা মৌসুমে। প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সদরপুর থানা পুলিশ কৃষ্ণপুর ইউনিয়নের নীজগ্রাম এলাকা থেকে তাদের আটক করতে সক্ষম হয়। আটককৃতরা হলেন: বেকুর মালিক আঃ ওহাব ফকির (৫২), যিনি ফরিদপুর সদর উপজেলার নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের গোপালপুর গ্রামের মৃত আকরাম ফকিরের পুত্র। ব্যবসায়ী পাটনার ফরিদপুর সদর উপজেলার তাম্বুল খানা গ্রামের রেজাউল শেকের পুত্র জেরিন শেক। বেকু চালক জুবায়ের মল্লিক (২২), যিনি নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের মানিকদি হ্রামের ছিদ্দিক মল্লিকের পুত্র। ট্রাক চালক আল আমিন শেক (২০), যিনি নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের রাধানগর গ্রামের বাবুল শেকের পুত্র। আটককৃতদের বিরুদ্ধে সদরপুর থানায় বালু মহল আইন অনুযায়ী মামলা হয়েছে। তদন্তকারী কর্মকর্তা, সদরপুর থানা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক কাজী মিনারুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে এবং আইনি প্রক্রিয়া শেষে তাদের কোর্টে প্রেরণ করা হয়েছে। SHARES সারাদেশ বিষয়: