শেরপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল (বালক-বালিকা) ২০২৪ উদ্বোধন দৈনিক চৌকস দৈনিক চৌকস প্রকাশিত: ৫:৪৮ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২৫ মোল্লা: মো কামরুজ্জামান : আজ ১৬ জানুয়ারি ২০২৫ ইং রোজ (বৃহস্পতিবার) শেরপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে শহীদ দায়োগ আলী পৌর পার্কে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল (বালক-বালিকা) ২০২৪ এর উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা প্রশাসক জনাব তরফদার মাহমুদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের পুলিশ সুপার জনাব মো: আমিনুল ইসলাম, শেরপুর পৌরসভার উপসচিব ও প্রশাসক জনাব মোহাম্মদ তোফায়েল আহমেদ, শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব মোহাম্মদ রাজিব-উল-আহসান এবং শেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব মো: আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করেন শেরপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মো: ওবায়দুল্লাহ। অনুষ্ঠানে জেলা প্রশাসক মহোদয় বলেন, “প্রতিটি শিশুর মেধা বিকাশের জন্য খেলা দুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। খেলা দুলার মাধ্যমে একদিকে শরীর চর্চা হয়, তেমনি মন প্রফুল্ল ও সজীব হয়ে ওঠে। তাই প্রত্যেকটি বিদ্যালয়ে বাচ্চারা যাতে খেলা-দুলা করতে পারে, সেদিকে খেয়াল রাখতে হবে।” উল্লেখ্য, এই গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি খেলাধুলায় তাদের আগ্রহ বাড়াতে সহায়তা করবে। SHARES সারাদেশ বিষয়: